Showing posts with label কম্পিউটার টিপস্. Show all posts
Showing posts with label কম্পিউটার টিপস্. Show all posts

Friday, September 28, 2012

ড্রাইভের একঘেয়ে আইকন ভালো লাগে না, পাল্টে ফেলুন (উইন্ডোজ এক্সপি'র জন্য)



(বিষয়টি অনেকেরই জানা আছে, তবু নতুনদের উদ্দেশ্যেই নতুন করে লিখলাম।)

আপনি উইন্ডোজ এক্সপি ব্যবহার করলে অবশ্যই হার্ডডিক্স এর বিভিন্ন ড্রাইভ এর আইকনের সাথে পরিচিত। আপনি চাইলে এই আইকনগুলো পরিবর্তন করে আপনার পছন্দের আইকন বসিয়ে দিতে পারেন। কাজটি একেবারেই সহজ, সহজেই আপনার উইন্ডোজ এক্সপির ড্রাইভ আইকন পরিবর্তন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন-

১। ড্রাইভ এর আইকন পরিবর্তন করে যে আইকনটি বসাতে চান প্রথমে সেটি তৈরি করে নিতে হবে। আইকনটির নাম test.ico দিন এবং এটি কপি করে আপনি যে ড্রাইভের আইকন পরিবর্তন করবেন সে ড্রাইভের ভিতর সরাসরি পেস্ট করে দিন।

(আইকন তৈরি করার প্রক্রিয়া জানা না থাকলে গুগল ঘেটে খুব সহজেই তৈরি করতে পারবেন নিজের পছন্দের আইকন।)

২। আপনি আপনার মাইকম্পিউটার ওপেন করে যে ড্রাইভের আইকন পরিবর্তন করতে চান সেটি ওপেন করুন। ফাকা স্থানে মাউসের রাইট বাটন চেপে দিয়ে New > Text Document নির্বাচন করুন।

স্ক্রীনশট দেখুন-





















রিনেম অবস্থায় Text Document টি আপনার কাছে একটি নাম চাইবে। autorun.inf লিখে দিয়ে নামটি পরিবর্তন করুন। এবার ডাবল ক্লিক করে অথবা notepad দিয়ে autorun.inf ফাইলটি ওপেন করুন। এর ভিতরে লিখুন [autorun] তারপর একটা এন্টার দিয়ে লিখুন icon=test.ico। উল্লেখ্য এখানে test.ico নামটি আমাদের তৈরিকৃত আইকনটির নাম, যেটি আমরা ড্রাইভের ভিতর রেখেছি।
স্ক্রীনশট দেখুন-






















এবার সেভ করুন।

যদি আপনি আপনার সবগুলো ড্রাইভের আইকন পরিবর্তন করতে চান তাহলে এই ফাইল দুটি (autorun.inf + test.ico) অন্যান্য ড্রাইভগুলোর ভিতর কপি করে দিন। এমনকি আপনার পেন ড্রাইভের আইকন পরিবর্তন করতে চাইলেও একইভাবে ফাইল দু'টি পেনড্রাইভের ভিতর কপি করে দিন। সবশেষে আপনার কম্পিউটার একবার রিস্টার্ট দিন।

সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।