Saturday, September 29, 2012

মোবাইলের ইন্টারনেট ব্রাউজারে বাংলা সমস্যার সমাধান



তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনের মানোন্নয়নও বেড়ে যাচ্ছে। প্রসারিত হচ্ছে প্রযুক্তির ব্যবহার।





আজ লিখছি মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং নিয়ে। মোবাইলে ইন্টারনেট চালাতে গিয়ে আজকাল আমাদের অনেককেই এই সমস্যাটির সম্মুখীন হতে হচ্ছে। প্রায়ই দেখা যায় আমাদের মোবাইল ইন্টারনেট ব্রাউজারে বাংলা ওয়েবসাইট এর বাংলা লেখাগুলো দেখা যাচ্ছে না। অথবা দেখা গেলেও সেগুলে (≤≈□◊○░®¥♀Ñ) আজেবাজে কিছু অক্ষরের সমষ্টি মাত্র।

অথচ চাইলেই আমরা আমাদের ইন্টারনেট সমর্থিত মোবাইলগুলোতে স্পষ্টভাবে বাংলা ওয়েবসাইট দেখতে পারি।

এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনার মোবাইল ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে www.opera.com/mini/ এই সাইট থেকে অপেরা মিনি ডাউনলোড এবং ইনস্টল করে নিন। অপেরা মিনি ব্রাউজারটি ওপেন করে তার এড্রেসবারে টাইপ করুন about:config এরপর Go / ওকে করুন। এবার অনেকগুলো অপশনসহ একটি পেজ ওপেন হবে। একটু খেয়াল করে দেখুন নিচের দিকে User bitmap fonts for complex scripts অপশনটি No করা আছে। এটি Yes করে সেভ করুন।

কাজ শেষ, এবার যেকোন বাংলা ওয়েবসাইট আপনার মোবাইলে ওপেরা ইন্টারনেট ব্রাউজারে ওপেন করে দেখুন বাংলা দেখা যাচ্ছে। এভাবে আপনার মোবাইলে ব্রাউজ করুন  যেকোন বাংলা ওয়েবসাই এবং বাংলা ই-বুক।



বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। সাধ্যমত চেষ্টা করব....

0 Comments :

Post a Comment