Friday, September 28, 2012

সেভেনে রান অপশনের সমাধান করুন এক্ষুনই



খুশিতে আত্মহারা হয়ে যখন পিসিতে সেভেন ইনস্টল করলাম। তখন টের পাইনি, পরে আস্তে আস্তে সেভেনে (অন্তত আমার কাছে) অনেক অসংগতি ধরা পড়ল। তার মধ্যে অন্যতম একটা সমস্যা রান এর জায়গায় রানকে খুজে পেলাম না। অপশনটি স্টার্ট মেন্যুতে থাকার কথা কিন্তু স্টার্ট মেন্যু ওপেন করার পর ক্লিক করে কোথাও রান অপশন খুজে পেলাম না। 

যেভাবে সমস্যাটির সমাধান করলাম:
প্রথমে গুগলে সার্চ করে খুটিনাটি জেনে নিয়ে নিজে নিজেই খুজে পেলাম স্টার্ট মেন্যুতে রান অপশন। 

এর জন্য যা যা করতে হলো-
স্টার্ট মেন্যুতে উইন্ডোজ এর লগোর উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস এ ঢুকে গেলাম। Taskbar and Start Menu Properties নামেবাটন থেকে Start menu অপশনটি সিলেক্ট করে বায়ে উপরের কোনার Customize অপশন এ ক্লিক করে Customize and Start menu নামে একটি উইন্ডো পেয়ে গেলাম। সেখান Run command অপশন এর বক্সটি সিলেক্ট করে ওকে করে বেরিয়ে এলাম। তারপর আগের উইন্ডোটিও ওকে করে দিয়ে স্টার্ট মেন্যুতে ক্লিক করে দেখি এটি এখন উইন্ডোজ এক্সপির মতোই রান অপশন দেখাচ্ছে। 

অব্শ্য গুগলী করতে করতে আরো একটা সহজ উপায় পেয়ে গেছি। তাহলো কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন + আর বোতামে একসাথে চাপলে  রান অপশনটি ওপেন হয়ে যাচ্ছে।

আশা করছি আপনাদের কাজে লাগবে।

0 Comments :

Post a Comment