Thursday, March 10, 2011

আপনার ফায়ার ফক্স ব্রাউজারে যোগ করুন ফায়ার ফক্স এ্যাড অনস্ "বাংলা ডিকশনারী"

আমরা সচরাচর বাংলা টাইপিং যারা অনভ্যস্ত তাদের প্রায় সবারই একটা বড় সমস্যা টাইপিংএ বানানে ভুল। কম্পোজের পরে আবার এই বানানগুলোকে সংশোধনের প্রয়োজন পরে। আর সংশোধনের পরেও থেকে যায় নানানরকম ভুলভ্রান্তি। যারা এই সমস্যা থেকে পরিত্রান পেতে চান তাদের সুবিধার্থে মজিলা ফায়ার ফক্সের এ্যাড অনস্ "বাংলা ডিকশনারী" বানিয়েছে অংকুর আইসিটি ফাউন্ডেশন এর জামিল আহমেদ। বাংলাদেশী বাংলা অভিধানটি আমার ভালো লেগেছে।

=০=০=০=০=০=০=০=০=০=০০=০=০=০=০=০=০==০=০=০=০=০=০==০=০=০=০=০=০=০=০=০=

আপনি একে আপনার সাহায্যকারী হিসেবে পেতে চাইলে ক্লিক করুন এখানে

তারপর পেজটি সম্পূর্ণ ওপেন হলে (নিচে ছবিতে যেখানে দেখানো হয়েছে) Add to Firefox এ ক্লিক করুন।


নতুন ডায়ালগ বক্স Software Installetion ওপেন হলে সেখানে ইনস্টল (Install) নির্বাচন করুন।

ব্যাস কাজ শেষ; আপনার ফায়ারফক্স ব্রাউজার এটিকে এ্যাড অনস্ হিসেবে অটমেটিক ইনস্টল নিয়ে নিবে। এবার আপনি ফায়ারফক্স একবার বন্ধ করে চালু করুন। উপভোগ বাংলাদেশী বাংলা অভিধান।

=০=০=০=০=০=০=০=০=০=০০=০=০=০=০=০=০==০=০=০=০=০=০==০=০=০=০=০=০=০=০=০=

0 Comments :

Post a Comment