Tuesday, October 2, 2012

এবার জিমেইল থেকে পাঠানো ই-মেইল ফিরিয়ে আনুন




আজ সকালে একটি মেইল করতে বসে পরলাম এক মহা ফ্যাসাদে। আমার এক কাজিন চাকুরীর এপ্লিকেশন করবে। জীবন বৃত্তান্ত পাঠাতে হবে একটি অফিসে।




তো আমি যথারীতি জিমেইল থেকে মেইল করতে লগইন করলাম। সবকিছু ঠিকঠাকভাবে করে মেইল পাঠিয়েও দিলাম। মেইলটি গেলো কি-না দেখতে সেন্ট মেইল চেক করলাম। আর অমনি মাথায় হাত। মেইল গেছে, কিন্তু বৃত্তান্তের সাথে পাসপোর্ট সাইজের ছবি এটাচ করা হয় নাই। এখন উপায়? না কোনো উপায় নাই। নেট ঘাটাঘাটি করে কোনো উপায় খুজে পেলাম না। তবে আশার কথা হলো একটি উপায় আছে জিমেইলে। তবে মাত্র ৫ সেকেন্ড।




জিমেইল থেকে ই-মেইল পাঠানোর পর আপনার যদি মনে হয় কোনো ভুল হয়ে গেছে তাহলে সঙ্গে সঙ্গে মানে ৫ সেকেন্ডের মধ্যে মেইলটি ফিরিয়ে আনার সুযোগ রয়েছেআর মেইলটি ফিরিয়ে আনার জন্য জিমেইলে লগইন করার পর Settings থেকে Labs ট্যাবে যেতে হবেঐখানে Undo Send এর অপশনে Enable বাটন নির্বাচন করে সেভ করতে হবে



এবারে ট্যাবে এসে Undo Send এ ৫ সেকেন্ড নির্বাচন করা না থাকলে ৫ সেকেন্ড নির্বাচন করে দিতে হবে

এরপর থেকে মেইল সেন্ড করার ৫ সেকেন্ডের মধ্যে যদি মনে হয় মেইলটিতে ভুল আছে তাহলে সঙ্গে সঙ্গে Undo তে ক্লিক করতে হবে। আর তাতে মেইল আবার কম্পোজে ফিরে আসবেসবকিছু ঠিকঠাক করে মেইলটি পাঠিয়ে দেয়া যাবে কাঙ্খিত ঠিকানায়।

ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।