Friday, June 17, 2011

কিছু সময়

ভেবে চলি সময়ের কথা ভেবে। সময়; সরল একটি মন্তব্য 'সময় নদীর স্রোতের মত বয়ে চলে' থেমে থাকে না কখনই।আমিও সেই অবধি ভাবছি; কি নিপূণতার সাথে নিজের কাজটি করে যাচ্ছে সে। সেইতো নিয়ম মেনে আবারো সকাল হলো; সূর্যোদয়, সকাল, দুপুর, বিকাল, সূর্যাস্ত, সন্ধ্যা অতপর আবারো রাত। যখন ঘুমিয়ে পরি তখনও সময় থেমে নেই; কখন যে সময়ের টানে রাত শেষে আবার সূর্যোদয়........... ভেবে চলছি সময়ের কথা ভেবে। চিকন সরু গলিটা পেরুলেই বড় রাস্তা। তারপর বড় রাস্তায় সোজা পথে অন্তত ছ'মিনিট...