প্রতিদিন পাখি ডাকেপাখি গান গায়,পাখির মতো হতেমন শুধু চায়।পাখিদের ডাক শুনেঘুম থেকে উঠি,দেখি ওরা গান গেয়েকরে ছুটা ছু...
Thursday, May 5, 2011
Wednesday, May 4, 2011
চতুর্মাত্রিকে লিখেছেন পৃথিলা
অপয়া....
- পৃথিলা
আমি হয়ত অপয়া,
আমার হাতে শুধুই ধ্বংস,
সৃজনের সাথে আমার আজন্ম শত্রুতা।
মুখ ফিরিয়ে রই একে অন্য থেকে।
মধ্যবর্তী ব্যাবধান?......
যোজন যোজন দূর......।।
আমি অপয়া,তাই
কোথাও কোনও ভালর সাথে
আমার সম্পর্ক নেই।
সৃষ্টির উৎসবে যখন মেতে ওঠো তুমি,
আমি তাই দূর থেকে
অপলক চেয়ে থাকি।
তোমার আনন্দ আমাকেও ছুঁয়ে দিয়ে যায়।
আর কানে কানে বলে দিয়ে যায়...
ওখানে যেও না তুমি...
এই নির্মল আনন্দ,
এই শুভ সৃজন মেলা,
এই নতুনের গান,
ধ্বংস করার...
যদি হাসতে ইচ্ছে করে...
এক লোকের তিনটি মেয়ে ছিল। তিনটি মেয়েই ছিল তোতলা। তোতলার জন্য তিন বোনের
বিয়ে হতনা। অবশেষে তিন মেয়ের বাবা তাঁর মেয়েদের বলল যে, এবার বর পক্ষ দেখতে
এলে তোমরা তাদের সাথে কথা বলবেনা শুধু কাগজ কলমে লিখে দেখাবে। এবার কোন এক
বর পক্ষ লোকটির বড় মেয়েকে দেখতে এসে মেয়েটিকে প্রশ্ন করলঃ ‘মা তোমার নাম
কি? তখন মেয়েটি চট করে বলে ফেলল- টটা আমি টটি পাড়বো না কিন্তু লেটা আমি
লেটে দিতে পাডবো’। এই কথা শুনে মেঝ বোন বাসার ভেতর থেকে বলে ফেলল- ‘টে বু
টাব্বা না তোর কটা...
কেমন আছি আমি
যখন আমি ছিলাম আমার। তখন সবই ছিল; সবাই ছিল; ছিলেনা শুধু তুমি। তবে বেশ
ভালই ছিলাম। তখন ভাল ঘুম হতো; নিয়মিত খাওয়া হতো; খেলতে যেতাম এমনকি অতি
অপছন্দের লেখাপড়াও করেছি অনেক অনেক ভালোভাবে। একসময় আমার পৃথিবী জুড়ে
তুমি এলে। সব ভালোর মধ্যে যে খারাপগুলো ছিল সেগুলোও ঠিক করে দিয়েছিলে। তখন
আমি সব ছেড়ে হয়ে গেলাম শুধুই তোমার। তখনও ছিলাম ভালো। এখনও তুমি আছো।
হৃদয় জুড়ে নয়; সারাটা সময় জুড়ে। রান্না ঘরে; শোবার ঘরে; সারা বাড়িতে এমনকি
অফিসে মোবাইল করেও তুমি তোমার...